দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বছরের শেষ ছবি হিসেবে ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘লালচর’। এই চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন নাট্যাভিনেতা এবং নির্মাতা নাদের চৌধুরী।
![২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘লালচর’ [ট্রেলার] 1 film lalchor](https://thedhakatimes.com/wp-content/uploads/2015/12/film-lalchor-600x440.jpg)
ইমদাদুল হক মিলনের ‘নদী উপাখ্যান’ উপন্যাস অবলম্বনে নির্মিত সরকারি অনুদান পাওয়া চলচ্চিত্র হলো এই ‘লালচর’। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও মোহনা মিম।

নির্মাতা সূত্রে জানা গেছে, ২৫ ডিসেম্বর ঢাকা ও তার আশপাশের এলাকায় প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘লালচর’। গত মঙ্গলবার সন্ধ্যায় চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া এফডিসির ডিজিটাল সাউন্ড কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
![২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘লালচর’ [ট্রেলার] 2 film lalchor-3](https://thedhakatimes.com/wp-content/uploads/2015/12/film-lalchor-3-600x350.jpg)

দেখুন লালচর ছবির ট্রেলার