দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন একটি খবর পড়ে যে কেও আশ্চর্য না হয়ে পারবেন না। কিন্তু ঘটনাটি আসলেও সত্যি। এক দম্পতি এবার বিমানে গিয়ে ভিক্ষা করছেন!
মানুষ ভিক্ষা করে। এটি নতুন কিছু নয়। কিন্তু তাই বলে বিমানে ভিক্ষা! এমন কথা আগে কখনও শোনা না গেলেও এবার তাই শোনা গেলো। বিমানে গিয়ে নাকি এক দম্পতি ভিক্ষা করেন!
এই ঘটনানি নাকি ঘটেছে লন্ডনে। কারণ সেখানে এখন উৎসবের মৌসুম। তাই ভালো রোজগারের আশায় বিমানে চড়ে এই শহরে ভিক্ষা করতে এসেছেন রোমানিয়ার এক জিপসি দম্পতি! তাদের নাকি লাভও ভালই হচ্ছে। সপ্তাহে দু’দিন শনি ও রবিবার এই ভিক্ষা হতে তারা আয় করেন প্রায় ৮০০ পাউন্ড। যে কারণে বিমানভাড়ার ৩৮ পাউন্ড (প্রায় ৫ হাজার টাকা) তাদের গায়ে লাগছে না এই দম্পতি অ্যানকুটা (২৫) এবং পেতরু (২৯) দু’জনের!
সংবাদ মাধ্যমকে তারা বলেছেন, সন্তানদের জন্যই লন্ডনে ভিক্ষা করতে এসেছেন এই দম্পতি। লন্ডনের প্রাণকেন্দ্র অক্সফোর্ড স্ট্রিটের দোকানগুলির সামনে ভিক্ষা করেন তারা। সোমবার তারা এই ভিক্ষার টাকা পাঠান লাসি শহরে তাদের সন্তানদের নিকট।
এই জিপসি দম্পতির ৪ সন্তান থাকে লাসি শহরে অ্যানকুটা তাদের মায়ের কাছে। শিগগিরই আরও এক সন্তানের জন্ম দিতে চলেছেন অ্যানকুটা।