The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ইতালি, ভারত ও বাংলাদেশ: তিন নায়কের এক নায়িকার ভূমিকায় ববি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইফতেখার চৌধুরী পরিচালিত ‘নীলিমা’ নামে একটি ছবিতে তিন নায়কের এক নায়িকা হচ্ছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী ববি।

heroine Bobby

কেবি মোশন পিকচার্স ছবিটি নির্মাণ করছে। ইতিমধ্যেই মাল্টার গোজো, ছেলিমা এবং ভ্যালেটার লোকেশনে ছবির আশি ভাগ শুটিং সম্পন্ন হয়ে গেছে। ছবির বাকি অংশের কাজ বাংলাদেশের বিভিন্ন লোকেশনে হবে।

heroine Bobby-3

সাংবাদিকদের ববি বলেছেন, ছবিতে ৩ জন নায়কের একজন বাংলাদেশের জন, বাকি দু’জন ইতালির আন্দ্রে গ্রেচি এবং ভারতের নিক্স ভাজা। তিন নায়কের বিপরীতে কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে ববি বলেছেন, ‘তাদের সঙ্গে কাজ করে ভালো লেগেছে। এর কারণ হলো সবাই পেশাদার শিল্পী। সকাল ৬টায় শুটিং-এর সময় দেওয়া থাকলে ৬টাতেই সবাই স্পটে হাজির।’

heroine Bobby-2

বিদেশি দুই অভিনেতার সঙ্গে সংলাপ বলতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কি-না জানতে চাইলে ববি বলেন, ‘না, তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি। আশা করি দর্শকদেরও কোনো সমস্যা হবে না।’

ছবিটির কাহিনী সম্পর্কে পরিচালক ইফতেখার চৌধুরী জানিয়েছেন, ‘সম্পর্কের জটিলতাই মূলত এই ছবির মূল গল্প। তবে এই গল্পে কমেডিও রয়েছে- যা দর্শকদের খুব ভালো লাগবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...