দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। এবারের ইজতেমার প্রথম দিনেই তিন মুসল্লির মৃত্যু হয়েছে। কিছুক্ষণ পর জুমায় নামাজে শরীক হবেন দেশের লাখো মানুষ।
টঙ্গীর তুরাগ তীরে আজ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। দুদিন আগে থেকেই হাজার হাজার মুসুল্লী আসা শুরু করেন। ভোরে ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয় বিশ্ব ইজতেমার এবারের প্রথম পর্ব।
এদিকে বার্ধক্যজনিত কারণে গতকাল (বৃহস্পতিবার) অংশ নেওয়া তিন মুসল্লির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার বটিয়া গ্রামের মামুদ আলী কবিরাজের ছেলে ফরিদ উদ্দিন (৬৫) এবং ঢাকার কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা নূর ইসলাম (৭২) । অপর জনের পরিচয় জানা যায়নি। আজ শুক্রবার সকালে টঙ্গীর তুরাগতীরের ইজতেমাস্থলে এই তিনজনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
তুরাগ তীরে তিন দিনব্যাপী ৫১তম বিশ্ব ইজতেমার এটি প্রথম ধাপ। আজ (শুক্রবার) ফজরের নামাজের পর ভারতের মাওলানা আবদুর রহমান উর্দুতে এই বয়ান শুরু করেন। আগামী পরশু রবিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ইজতেমার প্রথম ধাপ।
তাবলিগ জামায়াত আয়োজিত বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিচ্ছেন। আখেরি মোনাজাতের পূর্ব পর্যন্ত তাবলিগ জামায়াতের শীর্ষস্থানীয় মুরব্বিরা পর্যায়ক্রমে আখলাক, ঈমান এবং আমলের ওপর বয়ান করবেন। বয়ান শুনে ইজতেমা ময়দানে ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন লাখ লাখ মুসল্লি। শুক্রবার জুমার নামাজে অংশ নিতে পূর্ব হতেই মুসল্লিরা ইজতেমা ময়দানে অবস্থান নিচ্ছেন। ধারণা করা হচ্ছে, আজকের জুমার নামাজ হবে দেশের সর্ববৃহৎ জামায়াত।