দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে প্রকাশ্যে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোয় জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে। গত রোববার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হন সাবেক বিশ্বসেরা এ অলরাউন্ডার।
টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যায় যে প্রসপার উতসেয়ার বলটির লাইন লেগ স্ট্যাম্পের বাইরে থাকার পাশাপাশি তাঁর ব্যাট ছুয়ে যায়, কিন্তু ওই বলে এলবিডব্লিউর আবেদন করলে তর্জনী তোলেন আম্পায়ার। সিদ্ধান্ত মেনে নিতে না পেরে সাকিব প্রতিবাদ জানান প্যাডে ব্যাট দিয়ে সজোরে আঘাতের মাধ্যমে। ফেরার পথে প্রতিপক্ষ অধিনায়ক ব্রেন্ডন টেলরের গায়ের সঙ্গে ধাক্কাও লাগান। যদিও পিছু তাকিয়ে টেলরকে হাতের ইশারায় দুঃখ প্রকাশ করেছেন।
আইসিসির আচরনবিধির কোড লঙ্ঘন করায় ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে সাকিব কে। শুধু জরিমানাই নয়, সাকিবকে শুনতে হল ম্যাচ রেফারি ক্রিস ব্রডের তিরস্কারও। তিনি এক বিবৃতিতে বলেন, “তাঁর মত একজন সিনিয়র খেলোয়াড় এবং সাবেক অধিনায়কের কাছ থেকে এমন প্রতিক্রিয়া মোটেও কাম্য নয়। যখন কোন আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন, যেকোনো খেলোয়াড়েরই উচিত আবেগ গোপন রেখে সে সিদ্ধান্তের প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে ক্রিজ ত্যাগ করা।”
এদিকে জরিমানার সম্মুখীন হয়েছে পুরো জিম্বাবুয়ে দলই। স্লো ওভাররেটের কারনে দলপতি টেলরকে ম্যাচ ফি’র ২০ শতাংশ এবং বাকি খেলোয়াড়দের ১৫ শতাংশ করে জরিমানা করা হয়।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। সিরিজনির্ধারণী ৩য় ম্যাচটি খেলতে আগামীকাল বুলাওয়েতে মুখোমুখি হবে দুই দল।