দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় কণ্ঠশিল্পী তানভীর শাহীনের নতুন মিউজিক ভিডিও ‘আমার একটাই মন’ শিরোনামের নতুন গানটির ভিডিও খুব শীঘ্রই আসছে।
‘আমার একটাই মন’ শিরোনামের নতুন এই গানটির ভিডিও সম্পন্ন হয় ২৩ ও ২৪ জানুয়ানি বি এফ ডিসিতে। গানটির সুর করেছেন মাহমুদ জুয়েল।
এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেন জনপ্রিয় নির্মাতা শুভব্রত সরকার। কামরুল হাসানের ক্যামেরায় ভিডিওটির সংগীতায়োজন করেছেন জে কে। তানভীর শাহীনের গানের ভিডিওটিতে কেন্দ্রীয় মডেল হিসেবে রয়েছেন রঙ এবং আরটিভি ফ্যাশন বিষয়ক রিয়্যালিটি শো প্রতিযোগিতা হতে আসা ১ম রানার আপ সামিরা খান মাহি। তারসঙ্গে ৩০ জন মডেলও কাজ করেছেন ভিডিওটিতে।
বিগ বাজেটের মিউজিক ভিডিওটি সম্পর্কে তানভীর শাহীন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ইতিপূর্বে আমার বেশ কয়েকটি গানের ভিডিও দর্শকরা দেখেছেন। তারা আমার গান পছন্দও করেছেন। তাদের ভালো লাগার জন্যই আমি নতুন এই গানের ভিডিও করেছি।’ ভিডিওটিতে তাকে নতুন রুপে দেখা যাবে- যা দর্শক-শ্রোতাদের মন জয় করবে বলে তিনি মনে করেন।