দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হয়তো আপনারা কখনও এমন দৃশ্য দেখেননি বা শোনেননি। কারণ বনের পশু যে এভাবে ধূমপান করে সেটি আমাদের কল্পনার বাইরে। জিরাফের ধুমপান করার দৃশ্যটি এক অভূতপূর্ব!
আমরা জানি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই ধূমপানের কারণে আমাদের জীবন যেতে পারে। তবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও বহু মানুষ ধূমপান করে। কিছুদিন পূর্বে লন্ডনের রাস্তার পাশে ধূমপায়ী দোয়েলের ছবি বেশ সাড়া ফেলে দেয় অনলাইন দুনিয়ায়। এই ছবিটিও ঠিক এমনই।
দক্ষিণ আফ্রিকার মখুজে গেম রিজার্ভ সাফারি পার্ক হতে ক্যামেরাবন্দী করা হয় এক ধূমপায়ী জিরাফের। ছবিতে দেখা যাচ্ছে যে, জিরাফটি সিগারেট টানছে! যদিও এটি আদতে সত্যিকারের কোনো সিগারেট ছিল না। জিরাফটি মূলত একটি ছোট হাড় মুখে নিয়ে সিগারেট টানার ভাব দেখাচ্ছিল। জিরাফটির অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল যে, সত্যি সত্যি জিরাফটি ধূমপান করছে।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ড্যানিশ বন্যপ্রাণী ফটোগ্রাফার মোগেনস ট্রোলি ছবিটি তুলে অনলাইনে শেয়ার করার পর ব্যাপক জনপ্রিয়তা পায়। ছবিটি বর্তমানে অনলাইন জগতে এক ভাইরালে পরিণত হয়েছে।