দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ লাদেন মারা যাওয়ার দীর্ঘদিন অতিবাহিত হয়েছে। কিন্তু এখনও তাকে নিয়ে লেখালেখির শেষ হচ্ছে না। এবারের তথ্য হলো, লাদেনের নিকট থেকে নাকি বিপুল অর্থ নিয়েছিলেন নওয়াজ শরিফ!
সূত্র হিসেবে ডেইলি ডন পত্রিকার খবরকে উদ্বৃত করে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের নিকট থেকে অর্থ নিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সম্প্রতি আইএসআইয়ের সাবেক অপারেটিভ খালিদ খাজার স্ত্রী শামামা খালিদের লেখা খালিদ খাজা: ‘শহীদ-ই-আমান’ নামে নতুন বইয়ে এমন দাবি করা হয়েছে।
বইটিতে তিনি লিখেছেন, ‘জিয়ার (পাকিস্তানের স্বৈরশাসক জিয়াউল হক) শাসনক্ষমতা শেষে বেনজির ভুট্টো নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের নিকট থেকে অর্থ সহায়তা গ্রহণ করেছিলেন পিএমএল-এন প্রধান মিয়া মোহাম্মদ নওয়াজ শরিফ!’
বইটিতে দাবি করা হয়েছে, ‘নওয়াজ শরিফ একটি ইসলামিক ব্যবস্থা চালুর কথা বলেছিলেন, যা খালিদ খাজা এবং বিন লাদেনকে আকৃষ্ট করেছিল। তবে আল-কায়েদা নওয়াজ শরিফের পিছনে বিপুল অর্থ খরচ করলেও তিনি যখন ক্ষমতায় যান, তখন সব প্রতিশ্রুতি বেমালুম ভুলে যান।’ এই বইটিতে আইএসআইয়ের সাবেক মহাপরিচালক অব: লেফটেন্যান্ট জেনারেল হামিদ গুলেরও একটি নোট যুক্ত করা হয়েছে!