The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

৪ জিবি র‌্যামের মোবাইলে ২১ মেগাপিক্সেল ক্যামেরা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দিন যতো গড়াচ্ছে ততোই আসছে আধুনিক সুযোগ-সুবিধার মোবাইল ফোন। এবার ৪ জিবি র‌্যামের মোবাইলে ২১ মেগাপিক্সেল ক্যামেরা!

21 megapixel camera mobile phone

সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান লিইকো নতুন একটি মোবাইল বাজারে ছেড়েছে। এই মোবাইলটি লি ১ এসের নতুন সংস্করণ। এটির মডেল হলো লি ২। এই ফোনটির বিশেষত্ব হলো ৪ জিবি র‌্যাম ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

লিইকোর নতুন ফোন লি ২ তে আরও থাকছে:

৫.৭ ইঞ্চির কিউএইচডি ডিসপ্লে।
কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮২০।
র‌্যাম থাকছে ৪ জিবি।
রিয়ার ক্যামেরা ২১ মেগাপিক্সেলের।
ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেলের।
মোবাইলটির বিল্টইন মেমোরি ৬৪ জিবি।
ফোরজি নেটওয়ার্ক সমর্থনকারী এই মোবাইলটিতে ইউএসবি সিপোর্টও থাকছে। এটিতে দুর্দান্ত সাউন্ডের জন্য ডলবি স্পিকার ব্যবহার করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...