দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (রবিবার) এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবছর এ পরীক্ষায় ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
ফাইল ফটো
জানা গেছে, এবারের পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন:
এইচএসসিতে ১০ লাখ ২০ হাজার ১০৯ জন।
মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৯১ হাজার ৫৯১ জন।
কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ২ হাজার ১৩২ জন।
ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ৪ হাজার ৭৯৬ জন।
জানা হতে এই পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা নেওয়া হবে। তবে উভয় পরীক্ষার মধ্যে ১০ মিনিটের বিরতি থাকবে বলে জানানো হয়েছে।
মোট ৮ হাজার ৫৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ২ হাজার ৪৫২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিদেশে ৭টি কেন্দ্রে ২৬২ জন পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছেন।
এবছর মোট ১৯টি বিষয়ে ৩৬টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হবে আগামী ৯ জুন ও ব্যবহারিক পরীক্ষা ১১ জুন শুরু হয়ে শেষ হবে আগামী ২০ জুন।
এদিকে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সকল রকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃংখলা বাহিনী প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত থাকবে।