দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ‘অদৃশ্য’ ট্রেন আনছে জাপান! ব্যাপারটি আসলে এমন তা হলো, আপনার সামনে দিয়ে চলে যাবে ট্রেন, কানে শব্দও আসবে অথচ আপনি দেখতে পাবেন না সেই ট্রেনটি।
ঘটনাটি আসলে এমন যে আপনি যতোই মনোযোগ গিয়ে তাকিয়ে থাকুন না কেনো, দেখতে পাবেন না সেই ট্রেনটি! এমন একটি অদৃশ্য ট্রেনই তৈরি করতে যাচ্ছে জাপান। এই ট্রেনটির নাম দেওয়া হয়েছে ‘অদৃশ্য’ ট্রেন।
ওই ট্রেনটির প্রাথমিক নকশাও তৈরি করা হয়ে গেছে। আর এটি করেছেন জাপানী প্রকৌশলী কাজুও সেজিমা। অনেকটা অর্ধ-স্বচ্ছ ও এর উপরের দিকটা আয়নার মতো দেখতে।
ট্রেনটির নির্মাতা প্রতিষ্ঠান বলেছে, এর বগিগুলো এমনভাবে তৈরি করা হবে যাতে তা দেখতে একটি বসবাসের ঘরের মতো মনে হয় ও যাত্রীরা এই ট্রেনটিতে ভ্রমণে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
নির্মাতা প্রতিষ্ঠান আশা করছে, ২০১৮ সালে যাত্রা শুরু করবে জাপানের এই অদৃশ্য ট্রেন। এটিতে সর্বাধুনিক সকল রকম প্রযুক্তি ব্যবহার করা হবে। বলা হয়েছে, বিশ্বের সেরা ও দ্রুতগামী ট্রেনের মধ্যে এটি হবে অন্যতম একটি ট্রেন।