তথ্যমন্ত্রী বলেন, টেলিভিশন শাসকদের বাক্স হতে পারে না। টেলিভিশন জনগণের বাক্স। মন্ত্রি আরো জানান, জাতীয় সম্প্রচার নীতি প্রণয়ন হয়েছে। শিগগিরই তা কার্যকর হবে।
বাংলাদেশ টেলিভিশন শিল্পী সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দেশীয় সংস্কৃতি চর্চা ও বাংলাদেশ টেলিভিশন’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,দেশি সংস্কৃতিকে সাম্প্রদায়িকতার কবল থেকে রক্ষা করতে বর্তমান সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিগগিরই বিটিভিতে স্বায়ত্বশাসন আসছে।
বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতিত্বে করেন সংঠনের সভাপতি খায়রুল আলম সবুজ। এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাস, বিটিভির মহাপরিচালক ম. হামিদ।
সূত্রঃ সমকাল