দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবাক করার মতো একটি ঘটনা ঘটেছে। সম্প্রতি মটোরোলার ড্রয়েড টার্বো টু মোবাইল সেটটি পরীক্ষা করে দেখা গেলো ৯শ’ ফুট উপর হতে পড়েও ভাঙ্গেনি ফোনটি।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, এই পরীক্ষা করার জন্য ফোনের ক্যামেরা অন করে একটি ড্রোনের সঙ্গে ঝুঁলিয়ে দেওয়া হয়। তারপর ঠিক ৯শ’ ফুট উপর হতে নিচে ফেলে দেওয়া হলো ফোনটিকে। তারপর যা দেখা গেলো তা সত্যিই অবিশ্বাস্য ঘটনার মতো। ওই মোবাইল সেটটি উপর হতে ফেলে দেওয়ার পর নিচে পড়ে সেটি মাটির উপরে কয়েকবার ড্রপ খেলো তাতেও তেমন কোনো বড় পরিমাণ ক্ষতি হয়নি।
এই পরীক্ষার পর দেখা গেলো শুধুমাত্র উপরের স্তরে একটু স্ক্র্যাচের দাগ ছাড়া আর অন্য কোনও ক্ষতি লক্ষ্য করা যায়নি ওই সেটটিতে!
এই সেটটিতে রয়েছে ৩ জিবি র্যাম, ২১ মেগাপিক্সেল ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর এবং আরও অনেক ফিচার। তবে এই সেটটির স্ক্রিণ তৈরি করা হয়েছে ৫টি ফ্লেক্সিবেল প্লাস্টিক লেয়ার দিয়ে। সবচেয়ে ওপরে থাকা অলেড প্যানেল সেটটির বডিকে সুরক্ষা রাখতে সাহায্য করে থাকে।