The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মডেল-অভিনেত্রী নাবিলার প্রথম ছবি ‘আয়নাবাজি’ আসছে রোজার ঈদে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী নাবিলার প্রথম ছবি ‘আয়নাবাজি’ আসছে রোজার ঈদে। ছবিটি ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্যে প্রস্তুতি চলছে।

Model-actress Nabila first film Ayanabaji

জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ ছবিটিতে নাবিলার বিপরীতে অভিনয় করছেন আরেক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

Model-actress Nabila first film Ayanabaji-2

‘আয়নাবাজি’ ছবিটির গল্প হলো একটি মফস্বল শহরের গল্প। যে শহরে এখনও দুধওয়ালা আসে, ফেরিওয়ালা হাঁকডাক করে, বাচ্চারা দল বেঁধে নাটক দেখতে যায়, মহল্লার দোকানে সবাই হৈ চৈ করে চা খায়। আবার বখাটেরাও বিভিন্ন ধরনের ঠাট্টা-মশকরা করে সেখানে। এই ছবিটির মাধ্যমে সাধারণ মানুষের ভেতরকার কথাই তুলে ধরা হয়েছে।

Model-actress Nabila first film Ayanabaji-3

‘আয়নাবাজি’ নাবিলা ও চঞ্চল চৌধুরী ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শওকত ওসমান, হীরা চৌধুরী, গাউসুল আলম শাওনসহ প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...