দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ বাংলাদেশসহ পার্শ্ববর্তীদেশগুলোতে হওয়া ভূমিকম্পে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে। ৬.৯ মাত্রার ভূমিকম্পে চট্টগ্রামে ৬টি ভবন হেলে পড়েছে বলে জানা গেছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার হওয়ায় চট্টগ্রামে ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। ইতিমধ্যেই চট্টগ্রামের ৬টি ভবন হেলে পড়েছে বলে খবর পাওয়া গেছে। তবে এসব ভবন থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হচ্ছে কিনা বিস্তারিত খবর এখনও পাওয়া যায়নি।
আজ বুধবার সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে হতে থেমে বেশ কয়েক দফা ভূকম্পন অনুভূত হয়। ৮ সেকেণ্ড ধরে টানা এই ভূকম্পন অনুভূত হতে থাকে। এদিকে এই ভূমিকম্পের কারণে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকা হতে এই ভূ-কম্পনের উৎসস্থল ছিল ৪৬৪ কিলোমিটার দক্ষিণপূর্বে। বাংলাদেশে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৯ রিখটার স্কেলে। বাংলাদেশ ছাড়াও মিয়ানমার এবং ভারতের দিল্লি, চেন্নাই, পাটনা, গৌহাটি, কোলকাতা, হরিয়ানা, নেপাল এবং ভুটানে ভূকম্পন অনুভূত হয়।