দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা ববি এবার চমক দেখাবেন ‘বিজলী’নামে নতুন একটি ছবিতে। আগামীকাল ২৫ এপ্রিল থেকে ছবিটির শুটিং শুরু হচ্ছে।
তবে নায়িকা ববি নতুন কী চমক দেখাবেন সেটা জানতে অবশ্য অপেক্ষা করতে হবে। কারণ আগামী ২৫ এপ্রিল শুরু হবে ছবির শুটিং। এই ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। নায়িকা ববির বিপরীতে অভিনয় করবেন নবাগত রণবীর। শুধু তাই নয়, এই ছবির মাধ্যমেই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করবেন নায়িকা ববি।
প্রযোজক হিসেবে নিজের অভিজ্ঞতা সম্পর্কে নায়িকা ববি বলেন, ‘আমি অনেক বেশি উত্তেজিত, কারণ আমার নিজের প্রথম প্রযোজনার ছবি হলো ‘বিজলী’। এর আগে আমি অভিনয় করেছি, পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে গল্প নিয়ে বসেছি। গল্প ও কো-আর্টিস্ট পছন্দ হয়েছে বলেই ছবির সঙ্গে যুক্ত হয়েছি। আমি নিজে প্রযোজনায় এসে বুঝতে পারছি চলচ্চিত্র কতো কঠিন জিনিস। প্রত্যেকটা বিষয়ই কতোটা গুরুত্বপূর্ণ। আমি ছবির প্রতিটি বিষয়ের সঙ্গে যুক্ত, প্রতিটি বিষয় নিয়েই আমাকে কাজ করতে হচ্ছে। তবে অনেক বেশি মজাও পাচ্ছি আমি।’
ববি আরও বলেন, ‘ইতিমধ্যেই আমি একাধিক ছবি হতে সরে দাঁড়িয়েছি। কারণ ‘বিজলী’তে আমাকে সময়টা দিতে হচ্ছে। আমি নিজে চরিত্র অনুযায়ী তৈরি হচ্ছি, আমার মনে হয় ‘বিজলী’র মাধ্যমে অনেক সুন্দর মৌলিক একটি ছবি দর্শকদের উপহার দিতে পারবো।’