দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাপ নিয়ে সাপুড়েরা খেলা করেন। কিন্তু তাই বলে শত শত কেওটেকে নিয়ে খেলা! ঠিক তাই শত শত কেওটেকে এক চড়ে ঠাণ্ডার ঘটনা প্রত্যক্ষ করুণ! ভিডিওটি না দেখলে আপনার বিশ্বাস হবে না।
এক কথায় বলা যায় দুনিয়ার এক নম্বর সাপুড়ে এই ব্যক্তি। অবশ্য এই ‘স্নেক ম্যান’কে যদি সাপুড়ে বলা যায় তবেই। ওনার নাম ‘কেওটে মানব’ বা ‘কোবরা ম্যান’। দুনিয়ার বিভিন্ন স্থানে স্নেক শো করাটাই তার পেশা। পেশার জন্য তিনি দুনিয়ার বিভিন্ন জাতের বিষাক্ত সব কেওটে পোষেন। বাড়িতে সেই কেওটেগুলো সাজিয়েও রাখেন। ওনার খেলা দেখানোর ধরনটা একটু পৃথক ধরনের। কখনও একা ঘরে অনেক কেওটের মাঝে বসে ছোবলের পর ছোবল খেয়ে যান তিনি। কখনও আবার কেওটেদের সঙ্গে লড়াই করেন, আবার কখনও চড়ও মারেন। সেই ‘কেওটে মানব’-এর এক গা শিউরে ওঠা ভিডিও না দেখলে হয়তো আপনিও বিশ্বাস করতে পারতেন না।
দেখুন সেই ভিডিও
https://www.youtube.com/watch?v=r1bRRkByTXg