দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে অভিনেত্রী ববিতার কোনো অ্যাকাউন্ট নেই। কিন্তু কিছুদিন ধরে ফরিদা আক্তার ববিতা নামে একটি আইডি থেকে বিভিন্ন বিষয়ে আপত্তিকর স্ট্যাটাস আপডেট করা হচ্ছে। ববিতা বলেন ‘অপপ্রচারকারীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে রাষ্ট্রীয় স্পর্শকাতর ঘটনা ও ছবি শেয়ার করছে।’
এ ঘটনা জানার পর ববিতা বিব্রতবোধ করছেন। তিনি আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন।
তিনি বলেন “দেশ ও বাইরের অনেকেই আমাকে মুঠোফোনে জানাচ্ছেন, আমার নামের আইডি থেকে বিতর্কিত অনেক ছবি ভাগাভাগি করা হচ্ছে। তারা জানান, অপপ্রচারকারীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে রাষ্ট্রীয় স্পর্শকাতর ঘটনা ও ছবি শেয়ার করছে।“
ববিতা আরো জানান,’ই-মেইল আর স্কাইপি ব্যবহার ছাড়া ইন্টারনেটে আমার কার্যক্রম নেই। কানাডাপ্রবাসী ছেলের সঙ্গে স্কাইপির মাধ্যমে নিয়মিত যোগাযোগ করি। আগ্রহ পাই না বলে ফেসবুকে আমার অ্যাকাউন্ট খুলিনি। এ অবস্থায় আমার নামে নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমি এই অপ্রীতিকর পরিস্থিতি থেকে মুক্তি চাই।’
উল্লেখ্য সাম্প্রতিক ফেইবুকে একটি মহল গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে সচেষ্ট।
সূত্রঃ সমকাল।