দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাঘ আর বাননের মধ্যে এমনিতেই একটা ক্ষ্যাপাটে সম্পর্ক রয়েছে। তাই বাঘ বানরকে দেখলে সত্যিই ক্ষেপে যায়। তাইতো এক ক্ষুধার্থ বাঘ ক্ষেপে গিয়ে বানর শিকার করতে গাছে উঠে গেলো! দেখুন সেই দুর্লভ ভিডিওটি।
আমরা জানি বানর গাছে গাছে লাফ-ঝাপ দিয়ে চলাফেরা করে, এদেরকে ধরাও সম্ভব হয় না বাঘের পক্ষে। যে কারণে বানরের পিছে না ছুটে ক্ষুধা লাগলে বাঘ হরিণ দাবড়ে ধরে। তবে এবার একটু ব্যতিক্রমি দৃশ্য দেখা গেলো। এক ক্ষুধার্থ বাঘ এবার বানর ধরার জন্য গাছে উঠে নাকানি চুবানি খেয়েছে। সেই দৃশ্যটি ছিল সত্যিই দুর্লভ।
বাঘের এই বানর শিকারের ভিডিওটি করবেট ওয়াইল্ড ভেঞ্চারসের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়।
ওই ভিডিওটিতে দেখা যায়, বাঘ গাছের ডালে উঠেছে, আর বানর তার থেকে খানিকটা দূরে আরেক ডালে লাফদিয়ে আত্ম রক্ষা করছে। কিছুক্ষণ থম মেরে থাকার পর ঝাপ দিলো বাঘ। তবে বানরটি বিদ্যুৎ বেগে সরে গেলো। আর বেকায়দায় পড়লো বাঘ মামা। কারণ হলো ঝাপ দিয়ে তাল হারিয়ে ফেলেছে বাঘটি। কোনোক্রমে ডাল ধরে হাঁচড়ে-পাঁচরে ঝুলে থাকার চেষ্টা করলো বাঘটি। শেষমেষ না পেরে বাঘটি হুড়মুড়িয়ে পড়লো নিচে।
ঘটনাটি অদ্ভুত, কারণ হলো চিতাবাঘ গাছে উঠলেও বাঘ কখনও গাছে ওঠে না। তবে ক্ষুধার জ্বালায় ওই বাঘটি এরকম একটি কাণ্ড করে বসলো।
দেখুন ভিডিওটি
https://www.youtube.com/watch?v=KIMEn70KGmQ