The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মোনালিসা এবারের ঈদের ৮টি নাটকে অভিনয় করছেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ ৪ বছর পর দেশে ফিরেই অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী ও মডেল মোনালিসা। এবারের ঈদের ৮টি নাটকে অভিনয় করছেন তিনি।

8 drama Mona Lisa

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, সম্প্রতি শুটিং শেষ হয়েছে নির্মাতা সাগর জাহানের নাটক ‘অ্যাভারেজ আসলাম’। এতে পুরান ঢাকার তরুণীর চরিত্রে অভিনয় করেছেন মোনালিসা। তার সহশিল্পী হিসেবে রয়েছেন মোশাররফ করিম।

ঈদের নাটকে নিজের ব্যস্ততা প্রসঙ্গে মোনালিসা বলেন, গতবারের ঈদে আমি ছোটপর্দায় ছিলাম না। এবার ৮টির মতো নাটকে থাকছি। বিষয়টি আমার কাছে বেশ আনন্দের। ঈদে অনেক নাটকের অফার থাকলেও বেছে বেছে কাজ করছি। আমার কাছে মনে হয়েছে সব নাটকের স্টোরিগুলো প্রায় একই রকম। একটি হতে আরেকটিকে পৃথক করা মুশকিল। সে কারণেই আমি গড়পরতা কাজ করছি না।

8 drama Mona Lisa-2

বৈচিত্র্যময় বিভিন্ন রূপে দেখা যাবে মোনালিসাকে। কোনটিতে তিনি পুরাণ ঢাকার মেয়ে, কোনটিতে তোতলা, আবার কোনটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নাটকগুলো আসছে ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে বলে জানা গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...