দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা হাত দেখায় জ্যোতিষীর কাছে। তখন তিনি হাত দেখে আমাদের ভবিষ্যত বলে দেন। তবে এবার অ্যাপ আপনার হাত দেখে ভবিষ্যৎ বলে দেবে!
আমরা ভবিষ্যত জানার জন্য জ্যোতিষীর স্মরণাপন্ন হই। আর জ্যোতিষী তখন হাত দেখে ভবিষ্যত বলে দেন। তবে জ্যোতিষির কাছে যেতে আমাদের বেশ ঝামেলা পোহাতে হয়। সময় বা অর্থ দুইই আমাদের অপচয় হয়। তবে এবার অ্যাপ আপনার হাত দেখে ভবিষ্যৎ বলে দেবে! স্মার্ট অ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসেই হাত দেখানোর অর্থাৎ ভবিষ্যত জানার কাজটি সেরে নিতে পারবেন অনায়াসে।
সম্প্রতি লুকআপ নামে একটি অ্যাপ তৈরি করেছে এক ভারতীয় সংস্থা। এই সংস্থাটি বিভিন্ন জ্যোতিষী ও জ্যোতিষ কেন্দ্রের সঙ্গে ব্যবসায়িক স্বার্থে যুক্ত হয়েছে। মেয়েদের ক্ষেত্রে বাঁ হাত আর ছেলেদের ক্ষেত্রে ডান হাতের তালুর ছবি তুলে এই চ্যাটের সাহায্যে লুকআপে পাঠিয়ে দিতে হবে। সময় খুব একটা বেশি নয়, ঘণ্টাখানেকের মধ্যেই মিলবে আপনার ভাগ্যের উত্তর। এসবই জানা যাবে একেবারে বিনামূল্যে তাও আবার ঘরে বসেই!