দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সমুদ্রের একেবারে পাড় ঘেঁষে ট্রেন চলে। সেই ট্রেনকে আবার ভিজিয়েও দেয় উত্তাল সমুদ্র। তাহলে একবার ভাবুন, এই ট্রেনযাত্রা যেমন মুগ্ধকর, ঠিক তেমনি ভীতিকরও!
এমন একটা পথে নিশ্চয়ই আপনি যেতে চাইবেন? এ যাত্রা যেনো ট্রেনযাত্রা নয়, স্নানযাত্রা!
এই বিস্ময়কর ও দূর্ভেদ্য স্থান ইংল্যান্ডের DAWLISH রেলরুট। দেভনের DAWLISH স্টেশনটি মূলত সমুদ্রের ওপরে স্টেশন। সাগরের ঢেউ প্রতি মুহূর্ত যেনো চলন্ত ট্রেনকে ছুঁয়ে যায়। ভয় লাগে, গা শিউরে ওঠে। আবার ভালোও কম লাগে না।
শুধু যে ট্রেনের জন্য এরকম ভয়াবহ পথ রয়েছে এমনটা নয়। মোটর গাড়ির পথগুলোও কম ভয়াবহ নয়। তবে এই পথে গাড়ি চড়ায় শুধুই যে ভয় তা নয়। ভয়ের অনুভূতিটার মধ্যে অন্য এক আনন্দও লুকিয়ে থাকে। এক অন্য অন্যরকম অনুভূমি হয় পর্যটকদের। তাইতো ভীতিকর এই স্থানে প্রতিদিন বহু পর্যটক আসেন। আর এক ব্যতিক্রমি অনুভূতির অভিজ্ঞতা নিয়ে ফিরে যান।