দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের হিন্দুবাদী নেত্রী সাধ্বী প্রাচী ঘোষণা করেছেন যে, প্রখ্যাত ইসলামপ্রচারক জাকির নায়েককে হত্যা করতে পারলে ৫০ লাখ রুপি পুরস্কার দেওয়া হবে। গতকাল (বুধবার) উত্তরখণ্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ঘোষণা দেন।
হিন্দুবাদী নেত্রী সাধ্বী প্রাচী পুরস্কার ঘোষণার কারণ উল্লেখ্য করে বলেন, ‘আমার পুরস্কার ঘোষণার কারণ হলো, আমি মনে করি, জাকির নায়েক ধর্মপ্রচারক নন বরং তিনি একজন সন্ত্রাসী।’
বিশ্বহিন্দু পরিষদের সাবেক নেত্রী প্রাচী অবশ্য এও বলেন, তিনি ব্যক্তিগতভাবে এই পুরস্কার ঘোষণা করছেন। এটা তার দলের সঙ্গে কোনো সম্পর্কিত নয়।
উল্লেখ্য, এর আগেরদিন (মঙ্গলবার) হোসাইনি টাইগার নামের একটি শিয়া গ্রুপ জাকির নায়েককে হত্যার জন্য ১৫ লাখ রুপি পুরস্কার ঘোষণা করে।