The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মোদি একহাত নিলেন জাকির নায়েককে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার মুখ খুললেন ইসলামবিষয়ক বক্তা জাকির নায়েকের বিষয়ে। কঠোর সমালোচনা করলেন জাকির নায়েকের।

Modi & Zakir Naik

গত সোমবার কেনিয়ার নাইরোবি বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তৃতায় নরেন্দ্র মোদি বলেন যে, ‘ঘৃণা ও সহিংসতার প্রচারকরা আমাদের সমাজ গঠনের প্রতি হুমকি।’

ভারতের সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, এ সময় চরমপন্থী আদর্শবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তরুণদের প্রতি উদাত্ত আহ্‌বান জানান ভারতের প্রধানমন্ত্রী।

এ ছাড়া পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে মোদি আরও বলেন, ‘যারা সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় ও রাজনৈতিকভাবে ব্যবহার করে তাদের প্রতি নিন্দা জানাই।’

গত ১ জুলাই ঢাকার গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁয় হামলা করে জঙ্গিরা। এতে তিন বাংলাদেশী ও ১৭ জন বিদেশী নাগরিক নিহত হন। এ ঘটনায় একাধিক জঙ্গিও নিহত হয়েছে। এ ঘটনার পরই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় যে, নিহত জঙ্গিদের মধ্যে দুজন জাকির নায়েকের ভক্ত ছিলেন। এরপরই আলোচনায় উঠে আসে জাকির নায়েকের বিষয়টি।

অবশ্য জাকির নায়েক এর প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি সন্ত্রাসবাদ কিংবা সহিংসতাকে কখনও সমর্থন করি না। আমি কখনও সন্ত্রাসবাদী কোনো সংগঠনকে সমর্থনও করি না।’

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...