দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় বিমানবাহিনীর একটি বিমান ২৯ আরোহী নিয়ে নিখোঁজ রয়েছে। আজ (শুক্রবার) স্থানীয় সময় সকাল ৮ টায় চেন্নাইয়ের তাম্বারাম হতে উড্ডয়নের মাত্র ১৫ মিনিটের মাথায় বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, এএন-৩২ বিমানটি আন্দামানের পোর্ট ব্লেয়ারে নামার কথা ছিল। বিমানটি মূলত বিমান বাহিনীর সদস্যদের যাতায়াতের জন্য ব্যবহৃত করা হতো। উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় এর সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনার পরপর বিমানবাহিনী, নৌবাহিনী এবং কোস্টগার্ড বিমানটির খোঁজে অভিযান শুরু করেছে। বিমানটি বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছে কি না সে বিষয়ে তল্লাশি চালাতে নৌবাহিনীর পক্ষ হতে ওই এলাকায় হেলিকপ্টার পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৯ সালে এই গোত্রেরই একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। ২১ জনকে নিয়ে আকাশে উড়া ওই বিমানটি। দিল্লি বিমানবন্দরে অবতরণের ঠিক আগ মুহূর্তে সেটি ভেঙে পড়ে। ভারতীয় বিমান বাহিনীতে এএন-৩২ মডেলের অন্তত শতাধিক বিমান রয়েছে।