দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে কোনো সময় বন্ধ হতে পারে দেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেল। সরকারের পাওনা ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা শোধ করতে না পারায় এই অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সিটিসেলের কাছে সরকারের পাওনা ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা। এই টাকা শোধ করতে না পারায় যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বাংলাদেশের প্রথম এবং একমাত্র সিডিএমএ মোবাইল অপারেটর সিটিসেল। সংবাদ মাধ্যমকে এই তথ্যটি দিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।
শাহজাহান মাহমুদ জানিয়েছেন, সেক্ষেত্রে আগামী ১৬ আগস্টের মধ্যে এই অপারেটরের গ্রাহকদের বিকল্প সেবা কিংবা ব্যবস্থা নেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেবে বিটিআরসি।
বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ আজ (রবিবার) গণমাধ্যমকে আরও জানান, সিটিসেলের কাছে তাদের পাওনা রয়েছে প্রায় ৪৭৭ কোটি টাকা। বারবার তাগিদ দিয়েও তাদের এ পাওনা মেটানোর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
বিটিআরসি চেয়ারম্যান জানান, আইন অনুযায়ী পাওনা না দেওয়ায় আমরা যে কোনো সময় সিটিসেল বন্ধ করে দিতে পারি। অর্থাৎ বিটিআরসি যে কোনো সময় এর তরঙ্গ বাতিল ও অপারেশনাল কার্যক্রম বন্ধসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।
বিটিআরসি চেয়ারম্যান জানান, সিটিসেলের যে গ্রাহক রয়েছে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তাদের জানিয়ে দেওয়া হবে আগামী ১৬ আগস্টের মধ্যে বিকল্প সেবা কিংবা ব্যবস্থা নিতে।
বিটিআরসি প্রধান বলেন, আইন অনুযায়ী যে কোনো সময় আমরা এটি বন্ধ করতে পারি, তবে এক্ষেত্রে গ্রাহকদের জন্য তো সময় দিতে হবে।