দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। তাই আমাদের সব সময় সতর্ক হওয়া একান্ত দরকার। দেখুন দুর্ঘটনায় পড়ে চালক কিভাবে ১০ ফিট উপরে উড়লেন।
![দুর্ঘটনায় পড়ে চালক কিভাবে ১০ ফিট উপরে উড়লেন দেখুন! [ভিডিও] 1 10 feet above driver and crash](https://thedhakatimes.com/wp-content/uploads/2016/08/10-feet-above-driver-and-crash-600x363.jpg)
বর্তমান সময়ে রাস্তার আনাচে-কানাচে সিসি ক্যামেরার পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তাই কোন স্থানে কখন কি ঘটছে তা খুব সহজে দেখা যায়। রাস্তায় ক্যামেরা থাকার কারণে খুব সহজেই অপরাধীদের ধরা সম্ভব হচ্ছে।
সম্প্রতি লন্ডনের রাস্তায় অনেক স্পীডে একটি প্রাইভেট কার ও একটি স্কুটি চলছিল। হঠাৎ প্রাইভেট কারটির মাঝে এসে পড়ে স্কুটারটি। আর ঘটে দুর্ঘটনা।
এতে করে স্কুটির চালক প্রায় ১০ ফিট উপরে উড়তে থাকে। এই ভিডিওটি এখন অনলাইনে ভাইরাল। তবে এটি আমাদের দেওয়ার কারণ হলো ভিডিওটি দেখে সকলের মধ্যেই যেনো সচেতনতা সৃষ্টি হয়। রাস্তায় চলার সময় সকলকেই সাবধানী হওয়া উচিত।
দেখুন দুর্ঘটনার ভিডিওটি