দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রেডিওতে শুনে শুনেই পুরো কোরআন মুখস্থ করে ফেলেছে এক দৃষ্টিপ্রতিবন্ধী শিশু। হোসাইন মোহাম্মদ তাহির নামে ওই শিশু জন্ম হতেই দৃষ্টিপ্রতিবন্ধী!
এই দৃষ্টিপ্রতিবন্ধীর বয়স মাত্র ৫ বছর। মিয়ানমারের এই শিশু বাবার সঙ্গে জেদ্দাতে বসবাস করেন। ছেলে জন্মান্ধ হওয়ার কারণে বাবা তাকে একটি রেডিও কিনে দিয়েছেন। কারণ ছেলে দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় টিভি দেখতে পারে না।
সংবাদ মাধ্যমকে তাহিরের বাবা বলেছেন, তাহিরের জন্যে একটি ফ্রিকোয়েন্সি নির্দিষ্ট করে দিয়েছি। ৭ দিনে ২৪ ঘন্টা কোরআন পাঠের সম্প্রচার হয়ে থাকে এমন একটি রেডিও স্টেশন সব সময় শোনা যায়। এটির মাধ্যমে আমার সন্তান রেডিও শুনতে অভ্যস্ত হয়ে পড়ে।
তিনি আরও বলেন, আমি কখনও ভাবিনি আমার ছেলে তাহির রেডিওর মাধ্যমে উপকৃত হবে। সে রেডিও শুনে শুনে পবিত্র গ্রন্থ আল কোরআন মুখস্ত করতে পারে আমার ধারণায় এমন উপলব্ধিও ছিল না।
একদিন তাহির তার বাবাকে জেদ্দা হতে মক্কা নিয়ে যেতে বলে । সে মহানবী (সা:)’র মসজিদে যেতে চায়। এরপর তাকে সেই পবিত্র মসজিদে নেওয়া হলে তাহির আল বাকারা সূরার একটি অংশ পাঠ করতে থাকে। সন্তানের এমন কর্ম দেখে মুগ্ধ হন তার বাবা।