দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এটিএম হতে টাকা তোলার পর আমরা অনেকেই স্লিপটি ফেলে দেয়। এই কাজটি এখন থেকে ভুলেও করবেন না।
কারণ এতে করে আপনার সমস্যা আরও বাড়তে পারে। কীভাবে সমস্যা বাড়বে সেটি জেনে নিন।
এই স্লিপটি লেনদেনের প্রমাণ:
ব্যাংক হতে টাকা তোলা মানেই লেনদেন। নগদ টাকা লেনদেন করছেন, তাহলে প্রমাণ হাতে রাখবেন না কেনো? এই সহজ কথাটি মাথায় রাখতে হবে, যে কোনো ধরনের লেনদেনেরই প্রমাণ হাতে রাখা খুব জরুরি একটি বিষয়। কোনো ক্ষেত্রে গোলমাল হলে ব্যাংক সবার আগে আপনার লেনদেনের স্টেটমেন্ট চাইবে। যে কারণে এই স্লিপটি মহামূল্যবান।
টাকা চুরি হলে:
মনে করুন, কোনোভাবে আপনার অ্যাকাউন্ট হতে টাকা তোলা হলো বা চুরি হলো। আপনি কীভাবে বুঝবেন? ব্যাংকে গিয়ে খোঁজ করলে জানা যাবে। তবে আপনার হাতে যদি স্লিপটি থাকে, তাহলে আপনি সহজেই জানতে পারবেন, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কতো ছিল আর বর্তমানে কতো রয়েছে। অ্যাকাউন্ট হতে টাকা তোলা হলে মোবাইলে মেসেজ আসে। তবে আপনার হাতে স্লিপ থাকা উচিত। কেনোনা, এর পরের পদক্ষেপে এই স্লিপটি আপনার কাজে আসতে পারে।
সাইবার ক্রাইম ঠেকাতে পারে:
জানা গেছে, হ্যাকাররা এটিএম-এর উপরে নজরদারি করে থাকে। এটিএম স্লিপ হতে কোড তুলে নিয়ে আপনার অ্যাকাউন্ট সাফ করে দিতে পারে হ্যাকাররা। যে কারণে স্লিপ ফেলে না দিয়ে বাড়িতে এসে সেটি নিরাপদ স্থানে রাখুন।