The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

নুসরাত ফারিয়ার ভক্ত ৫ মিলিয়ন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়ার পেইজে তার ভক্ত সংখ্যা বর্তমানে ৫ মিলিয়ন!

Nusrat Faria 5 million fans

তবে শোবিজে কাজ করে জনপ্রিয়তা পাওয়ার পর ফিল্মে অভিষিক্ত হওয়ার পর হতেই ফেসবুকে তার অনুসারীর সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। আর এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ফারিয়া।

নুসরাত ফারিয়ার ভাষ্য হলো, ‘আমি একা নই। আমার ৫ মিলিয়ন বন্ধু রয়েছে। চলচ্চিত্রে অভিনয়ের পর হতে আমার ক্যারিয়ারে নতুন এক পালাবদল শুরু হয়েছে। ছবিতে অভিনয়ের পর কেবল ফলোয়ারের সংখ্যাই বাড়েনি, আমার লাইক কমেন্টও মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। এই বিষয়টি নিয়ে আমি অনেক বেশি উচ্ছ্বসিত।’

Nusrat Faria 5 million fans-2

নুসরাত ফারিয়ার রুপালি পর্দায় যাত্রাটা হয়েছিল ‘আশিকি’তে ওপার বাংলার জনপ্রিয় নায়ক অঙ্কুশের সঙ্গে জুটিবদ্ধ হওয়ার মধ্যদিয়ে। এরপর ‘হিরো ৪২০’ এবং বাদশা ছবিতে অভিনয় করেন তিনি।

ফারিয়া বর্তমানে জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবিটিতে তার বিপরিতে অভিনয় করছেন আরিফিন শুভ।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...