দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ট্রাম্প যেনো ওবামার বিরুদ্ধে আদাজল খেয়ে লেগেছেন। নেতা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এবার এগিয়ে রাখলেন ডোনাল্ড ট্রাম্প!
সম্প্রতি এক ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ভূয়সী প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেছেন, ‘আমাদের প্রেসিডেন্টের চেয়ে রাশিয়ান প্রেসিডেন্ট অনেক ভালো।’
এর পূর্বে বিশ্ব অস্থিরতার জন্য রাশিয়াকে দায়ী করেন পেন্টাগনের প্রধান। আবার এরপরই পুতিনের প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প।
গত বুধবার রাতে নিউইয়র্কে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ওই অনুষ্ঠানে ই-মেইল কেলেঙ্কারির বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখেন হিলারি ক্লিনটন।