The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

পূর্নিমার টেলিফিল্ম ‘ফিরে যাওয়া হলো না’ আজ দুপুরে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিত্রনায়িকা পূর্নিমার টেলিফিল্ম ‘ফিরে যাওয়া হলো না’ বাংলাভিশনে প্রচার হবে আজ (বুধবার) দুপুর ২টা ১০ মিনিটে।

fire-jaoa-holo-na

এসএ হক অলিকের রচনা ও পরিচালনায় ‘ফিরে যাওয়া হলো না’ টেলিফিল্মটিতে অভিনয় করেছেন পূর্ণিমা, হৃদয় খান, সৈয়দ হাসান ইমাম, শর্মিলী আহমেদসহ প্রমুখ।

‘ফিরে যাওয়া হলো না’ টেলিফিল্মটিতে রোদেলা চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা ও ফাহিম চরিত্রে অভিনয় করেছেন হৃদয় খান।

fire-jaoa-holo-na-2

সংক্ষিপ্ত কাহিনী এমন: ফাহিম দেশের বাইরে হতে আসা চুপচাপ, শান্ত স্বভাবের খুব মুডি এক ছেলে। অপরদিকে, রোদেলা খুবই দুষ্টু প্রকৃতির একজন মেয়ে। এক সময় রোদেলার দুষ্টুমিই ভালো লেগে যায় শান্ত স্বভাবের ছেলে ফাহিমের। তখন এভাবেই এগিয়ে যায় ‘ফিরে যাওয়া হলো না’ টেলিফিল্মের গল্প।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...