দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতে তিন বছর পূর্বে একটি ব্যস্ত রেলওয়ে স্টেশনে এক নারীকে এসিড ছুড়ে মারার অভিযোগে ওই মামলার আসামীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে।
মুম্বাই আদালতের এই রায়কে মাইলফলক রায় হিসেবে দেখা হচ্ছে। সেইদিনের ওই হামলার শিকার হন প্রীতি রাথি নামে এক নারী। ২০১৩ সালে এই ঘটনার সময় প্রীতি রাথির বয়স ছিল ২৩ বছর। ভারতের নৌবাহিনীতে নার্স হিসাবে কাজ করতে দিল্লি হতে মুম্বাইয়ে পৌঁছে ট্রেন হতে নামার সময়ই এসিড ছুড়ে ঝলসে দেওয়া হয় প্রীতি রাথিকে।
জানা যায়, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে প্রীতিকে এসিড ছুড়ে মারেন তারই প্রতিবেশী ২৫ বছর বয়সী আনকুর পানওয়ার নামে এক যুবক। এই ঘটনার পর ফুসফুস ও চোখে মারাত্মক জখমে ভুগে একমাস পরই মারা যান প্রীতি রাথি। তার মৃত্যুর একমাস পর ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে এসিড বিক্রি নিয়ন্ত্রণ করার আদেশ জারি করেছিল।
ভারতে এসিড হামলার মামলায় বেশির ভাগ আসামীরই উল্লেখযোগ্য কোনও সাজা হতে এ পর্যন্ত দেখা যায় নি। আর তাই মুম্বাই আদালতের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।