দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরাকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি ভেবে ভুল করে চালানো এক বিমান হামলায় সরকারপন্থি অন্তত ২০ আদিবাসী সুন্নি যোদ্ধা নিহত হয়েছে।
বিবিসির এক খবরে বলা হয়েছে, আইএস নিয়ন্ত্রিত মসুল শহর হতে ৩৭ মাইল দক্ষিণে কায়ারা শহরে আদিবাসী যোদ্ধারা একটি আক্রমণ প্রতিহত করার পর গত পরশু (বুধবার) এই বিমান হামলার শিকার হন। ইরাকের কৃষিমন্ত্রী ফালাহ হাসান জায়দান এই হামলার কথা নিশ্চিত করেছেন।
তবে ইরাকি বিমান বাহিনী নাকি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান এই হামলাটি চালিয়েছে কি না তা এখনও পরিষ্কার নয়। কারণ ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল ২০১৪ সালের জুন হতে আইএসের অধীনে রয়েছে।
তবে সরকারপন্থি বাহিনী সপ্তাখানেক সময়ের মধ্যেই ওই শহরটি পুনরুদ্ধারের জন্যে বড় ধরনের অভিযান পরিচালনার পরিকল্পনা করছে।
আগস্টে কায়ারা আইএসের দখল হতে মুক্ত করা হয়। এটি মসুল উদ্ধার অভিযানে অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
বিভিন্ন সূত্র হতে অনুমান করা হচ্ছে যে, এই হামলার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটই দায়ী। ইরাকি বাহিনীর স্থল অভিযান চলাকালীন সময় বিমান হামলা চালিয়ে এই জোট সহায়তা দিয়ে আসছে।
যদিও জোট বাহিনীর মুখপাত্র নিশ্চিত করতে পারেননি, হামলার সময় আসলে কোন বিমান ওই অঞ্চল দিয়ে উড়ে গেছে।