দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জার্মানি অন্তত ৫টি ব্রান্সউইক শ্রেণীর যুদ্ধজাহাজ কিনতে চলেছে। আগামী পাঁচ বছরের মধ্যে এ সব রণতরী ১৫০ কোটি ইউরো ব্যয়ে কেনার অনুমোদন দিয়েছে জার্মানির সংসদ। ধারণা করা হচ্ছে অস্ত্র কেনার টার্গেট রাশিয়া!
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, বর্তমানের দেশটিতে নৌবাহিনীর ৫টি একই শ্রেণীর রণতরী রয়েছে। নতুন ৫টি রণতরীর মধ্যে দু’টি ২০১৯ সালের মধ্যে জার্মান নৌবাহিনীর অন্তর্ভুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
জার্মান দৈনিক সুডেউটসশে জেইটুং এর এক খবরে বলা হয়েছে, বাল্টিক তীরবর্তী অঞ্চল, ভূমধ্যসাগরসহ সামগ্রিকভাবে বিশ্বের নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় এসব রণতরী কিনছে বার্লিন।
উল্লেখ্য, দৈনিকের খবরে আরও বলা হয়, ৫ যুদ্ধজাহাজ ক্রয়সহ জার্মান নৌবাহিনীর আধুনিকায়নকে হয়তো রাশিয়ার প্রতি বার্লিনের একটি সংকেত হিসেবে গণ্য করা হবে বলে ধারণ করা হচ্ছে।