দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডিজেল কিংবা ইলেকট্রিক চালিত ট্রেন আমরা দেখেছি। তবে এবার ব্যাটারিতে চলবে ট্রেন! এবার চীনে তৈরি হয়েছে বিশ্বের প্রথম এই ব্যাটারিচালিত ট্রেন।
এই ব্যাটারিচালিত ট্রেন চলতে পারবে ঝুলন্ত পথে। ট্রেনটি অনেকটা রোলার কোস্টারের মতোই যাত্রীদের বয়ে নিয়ে যাবে। এটি ইলেকট্রিক এবং ডিজেলচালিত ট্রেনের চেয়ে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হবে- বলেছেন এর নির্মাতারা।
সম্প্রতি ব্যতিক্রমী এই ট্রেনের প্রদর্শনী হয়েছে চীনের শেংডু এলাকায়। বর্তমানে এই ট্রেনটি ঘন্টায় ৩৭ মাইল বেগে ছুটতে পারে। লিথিয়াম ব্যাটারির মাধ্যমে চালিত এই ট্রেন একসঙ্গে ১২০ জন যাত্রী বহন করতে পারবে।
কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে এই ট্রেনটি যাত্রা শুরু করবে, তা অবশ্য এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। তবে খুব শীঘ্রই ট্রেনটির পরীক্ষামূলক কাজ চলবে।
পিপলস ডেইলি চায়নাকে ট্রেনটির প্রধান ডিজাইনার জাইওয়ানমিং জানিয়েছেন, ইলেকট্রিক ও ডিজেলচালিত ট্রেনের চেয়ে এই ট্রেন হবে সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর পূর্বে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার সক্ষমতা ট্রেনটির রয়েছে কি না সেটি নিশ্চিত করতে পরীক্ষা চালানো হবে বলে জানানো হয়েছে।