দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টাকার গাছের কথা শুনে যে কেও ভাবতে পারেন, এমন গাছ আমাদেরও দরকার। আজ জেনে নিন রাঙ্গামাটির টাকার গাছ ‘কল্পতরু’ আসলে কেমন গাছ।
দেখে সত্যিই আজব মনে হতে পারে। কারণ হলো টাকায় টাকায় ছেয়ে গেছে এর ডালপালা। সত্যিই দেখা যাচ্ছে গাছ ভর্তি টাকা! চকচকে দুই টাকার নোটের কচি পাতা, আবার একশ’ টাকার নোটের বড় পাতা, ছোট বড় অারও রয়েছে দশ-বিশ-পঞ্চাশ টাকার নোটও! পাহাড়ী অঞ্চল রাঙ্গামাটির মেঠো পথে নাকি পাওয়া যাবে টাকার গাছ! এই টাকার গাছটি বড় হচ্ছে দিন দিন, বাড়ছে টাকার সংখ্যাও! শুধু তাই নয় গাছের নিচ পর্যন্ত ঝুলছে শুধু টাকা আর টাকা। গাছে ঝুলছে টাকার ডালপালা।
আসলে কুশি গজিয়ে পাতা না গজালেও রাস্তার পাশে ডালে ডালে সুই-সুতোয় মোড়ানো হয়েছে একটি টাকার সঙ্গে অারেকটি টাকা গেথে দিচ্ছে কয়েকজন কিশোর! কেনো এমনটি করা হচ্ছে?
অক্টোবর মাসে এই প্রতিনিধি খাগড়াছড়ি হতে রাঙ্গামাটি যাওয়ার পথে অাঠারো মাইল এলাকায় রাস্তার পাশে বটগাছের নিচে চোখে পড়ে ঠিক এমন দৃশ্য। এমন দৃশ্য দেখে বিস্ময়ের যেনো অন্ত থাকে না।
পরে জানা যায়, পাহাড়িরা এই টাকার গাছের নাম দিয়েছেন ‘কল্পতরু’! ‘কল্প’ অর্থ টাকা, এবং ‘তরু’ অর্থ গাছ বা লতাপাতা। এভাবেই হয়তো নামটি এসেছে। একটি সহযোগি সংবাদ মাধ্যম ঠিক এভাবেই বিষয়টি নিয়ে এসেছেন।
এই টাকার গাছটি তৈরি করা হয়েছে শুকনো কোনো গাছ দিয়ে, তাতে রঙিন কাগজ জড়িয়ে করা হয়েছে আরও অাকর্ষণীয়। আবার এটি বহন করার জন্য লাগানো হয়েছে দুই দিকে চারটি হাতল!
স্থানীয়রা জানিয়েছেন এই টাকার গাছের আসল কাহিনী। তারা বলেছেন, সামনে তাদের ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান উপলক্ষে অর্থ তোলার কাজ করছেন তারা। যানবাহন দেখলেই হাত তুলছেন তারা। যানবাহনের যাত্রীরা যে যার মতো সহায়তাও করছেন।
কুতুকছড়ি বড় মহা পূরম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র অমর বিকাশ এবং সোহেল চাকমা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জবরদোস্ত করে নয়, সবাই স্বইচ্ছায় শ্রদ্ধাদান করছেন। শ্রদ্ধাদানের কাজে স্বচ্ছতা অানতে রশিদও দিচ্ছেন তারা। প্রায় এক মাস ধরে এভাবে অর্থ সহায়তা প্রার্থণা করা হচ্ছে বিভিন্ন স্থানে।
তবে যে উদ্দেশ্যেই অর্থ উঠানো হোক না কেনো, এই টাকার গাছগুলো পাহাড়ি পথে বাড়তি খোরাক যোগাচ্ছে এখানে আসা পর্যটকদের। তারা এমন দৃশ্য দেখে একবার করে থেমে যাচ্ছেন ও দেখছেন আসলে বিষটি কি। আবার অনেকেই দানও করছেন। অনেকেই বিস্মিত চোখে দেখছেন ওই টাকার গাছটি। হয়তো ভাবছেন সত্যিই যদি এমন টাকার গাছ থাকতো? তাহলে হয়তো পৃথিবীর মানুষকে টাকার জন্য এতো কিছু করতে হতো না!