দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শিশুরা স্কুলে বা ঘরের বাইরে গেলে চিন্তার শেষ থাকে না মা-বাবার। বিশেষ করে চাকরিজীবী অভিভাবকরা বেশি চিন্তাগ্রস্থ থাকেন। তাঁদের এই চিন্তা দূর করতে এবার তৈরি হলো শিশুদের ব্যবহারের উপযোগী বিশেষ ধরনের মোবাইল ফোন। যে ফোন শিশুদের নিরাপত্তায় অগ্রণী ভূমিকা রাখবে।
ওউনফোন নামের একটি প্রতিষ্ঠান এই মোবাইল ফোন তৈরি করেছে। ‘ফার্স্টফোন’ নামের ক্রেডিট কার্ড আকৃতির ছোট এই ফোনে ১২টি নম্বর সংরক্ষণ করা যাবে। শিশু কোনো বিপদে পড়লে সরাসরি এসব বাটনে চাপ দিয়েই অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে পারবে।
তবে পর্দাবিহীন মোবাইল ফোনটিতে এসএমএস সুবিধা নেই। থাকছে না ইন্টারনেট ব্যবহারের সুযোগও। ৪ থেকে ৯ বছর বয়সী শিশুরা এটি ব্যবহার করতে পারবে। দামও বেশ কম। জানা গেছে, ফোনটি কিনতে গুনতে হবে ৫৫ পাউন্ড বা প্রায় ৬৬০০ টাকা।
আসলে আমাদের দেশের অভিভাবকরাও বেশ চিন্তাই থাকেন শিশুদের নিয়ে। এই মোবাইল ফোন আমাদের দেশে এলে অভিভাবকরা কিছুটা হলেও স্বস্থি পাবেন এমনটিই ধারণা করা হচ্ছে।
সূত্র : ইন্টারনেট অবলম্বনে দৈনিক কালের কণ্ঠ।