দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক সৌদি তরুণীকে বোরখা ছাড়া নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করার অপরাধে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
সৌদি আরবের রাজধানী রিয়াদের পুলিশের পক্ষ হতে সোমবার এই ঘটনা জানানো হয়। রিয়াদ পুলিশের মুখপাত্র ফাওয়াজ আল মাইমেন গ্রেফতারকৃত ওই তরুণীর নাম জানাতে অস্বীকার করলেও সৌদি গণমাধ্যমের খবরে তার নাম মালেক আল শেহরি বলে দাবি করা হয়েছে।
সৌদির ‘সাধারণ নীতি অবমাননা’ করার অপরাধে দায়িত্বের জায়গা হতেই ওই নারীকে গ্রেফতার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশের মুখপাত্র মাইমেন।
তিনি বলেন, রিয়াদের একটি ব্যস্ত ও পরিচিত ক্যাফের সামনে মাথা না ঢেকে দাঁড়িয়ে ছবি তুলে তা টুইটারে পোস্ট করেছেন অভিযুক্ত ওই তরুণী। এই ধরনের পোশাককে ইসলাম কখনও অনুমোদন দেয় না।
উল্লেখ্য, তেল সমৃদ্ধ সৌদি আরবে মুসলিম নারীদের চলাচলের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে নারীরা গাড়ি চালানোর অনুমতিও দেওয়া হয় না। যদিও বিশ্ব প্রেক্ষাপটে সাম্প্রতিক সময় সৌদি আরব নারীদের প্রতি বেশ নমনীয় মনোভাব দেখাচ্ছে।