দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিদিন পৃথিবীতে ঘটে যাচ্ছে কতো রকম ঘটনা। তবে আপনি জেনে অবাক হবেন যে, পৃথিবীতে প্রতি মিনিটে কী ঘটছে।
বিশ্বায়নের এই যুগে অধিকাংশ মানুষই ব্যস্ততার মধ্যে থাকেন। বিশ্বের বিভিন্ন প্রান্তরে অনবরতো কি ঘটে চলেছে সেদিকে মন দেওয়ার সময় নেই কারও। ব্যস্ততার কারণে মানুষের দৈনন্দিন জীবন যেভাবে ব্যাহত হয়, তাতে প্রতিনিয়ত কি কি ঘটে চলেছে সেদিকে খেয়াল রাখা অসম্ভব হয়ে পড়ে।
সংবাদ মাধ্যমের বদৌলতে অবশ্য কিছু নিত্যদিনের ঘটনা আমাদের সামতে আসে। তারপরও অনেক কিছুই অজানা থেকে যায়। যেমন বহু ক্ষুদ্র জিনিস রয়েছে যেগুলো আমাদের নজর এড়িয়ে যায়। সেগুলো জানতে পারলে আপনার চোখ কপালে উঠবে। আজ জেনে নিন বিশ্বে প্রতি মিনিটে ঘটে চলা তেমনি কিছু ঘটনা।
# বিশ্বে প্রতি এক মিনিটে প্রায় ১ মিলিয়ন মানুষ মাটিতে পা ফেলেন না। এর কারণ হলো প্রতি এক মিনিটে এই সংখ্যক মানুষ বিমান যাত্রায় আকাশে থাকেন।
# বিশ্বে প্রতি মিনিটে তেল খরচ হয় প্রায় ৬৫,০০০ পিপে।
# আন্টার্টিকায় প্রতি মিনিটে প্রায় ৩ লক্ষ টন বরফ গলে।
# আমেরিকায় প্রতি মিনিটে প্রায় ৪০টি আগ্নেয়াস্ত্র বিক্রি হয়।
# প্রতি মিনিটে বিশ্বে ম্যাকডোনাল্ডস ৪৫০০টি বার্গার বিক্রি করে!
# বিশ্বে প্রতি মিনিটে ১৩৮৯টি উবের (কার) বুক করা হয়।
# বিশ্বে প্রতি মিনিটে প্রায় ১১৩ শিশু দারিদ্রের মধ্যে জন্ম নেয়।
# বিশ্বে প্রতি মিনিটে ১২, ০৫৪ গ্যালন ওয়াইন খাওয়া হয়।
# বিশ্বে প্রতি ১ মিনিটে মানুষের মস্তিষ্ক প্রায় ৯০০ শব্দ পর্যন্ত পড়তে পারে।
# বিশ্বে প্রতি মিনিটে উইকিপেডিয়াতে ৭টি করে আর্টিক্যাল আপলোড করা হয়।
# বিশ্বে প্রতি মিনিটে আড়াই হাজার টন আবর্জনা সৃষ্টি হয়।
# আই টিউনস্ হতে বিশ্বে প্রতি মিনিটে ১৫ হাজার গান ডাউনলোড হয়।
# বিশ্বে প্রতি মিনিটে স্ন্যাপচ্যাটে ৪.২ মিলিয়ন ভিডিও ভিউ করা হয়।
# বিশ্বে প্রতি মিনিটে ২৭০৯টি স্মার্টফোন বিক্রি হয়।
# বিশ্বে প্রতি মিনিটে ২.৩ মিলিয়ন গুগল সার্চ হয়।