The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

সহজ হচ্ছে সুইজারল্যান্ডে নাগরিকত্ব পাওয়ার নীতি

ইউরোপের দেশ সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের শেষ নেই

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইউরোপের দেশ সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের শেষ নেই। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর মধ্যে এই সুইজারল্যান্ডে নাগরিকত্ব পাওয়ার নীতি সহজ হচ্ছে।

সহজ হচ্ছে সুইজারল্যান্ডে নাগরিকত্ব পাওয়ার নীতি 1

সুইজারল্যান্ডের নাগরিকত্ব এতোদিন খুবই কঠিন ছিলো। দীর্ঘদিন স্থায়ীভাবে যেসব বিদেশীরা সেখানে বসবাস করতেন, নাগরিকত্ব পাওয়ার আবেদন করতে তাদেরকে অন্তত ১২ বছর অপেক্ষা করতে হতো।

এমনকি সেখানে জন্ম নিলেও অন্যদেশী বংশোদ্ভূতরাও নাগরিক হতে পারতেন না। সেই নিয়ম এবার পাল্টে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সুইজারল্যান্ডে নাগরিকত্বের কঠোর নীতি সহজ করার একটি প্রস্তাবে সম্প্রতি সমর্থন দিয়েছে দেশটির ভোটাররা। ভোটের প্রাথমিক ফলাফলে দেখা যায় যে, দেশটির ৫৯ ভাগ ভোটার একে সমর্থন দিয়েছে। যে কারণে সুইজারল্যান্ডের জন্মগ্রহণকারী তৃতীয় প্রজন্মের অভিবাসী, যাদের বাবা-মা বা দাদা-দাদী সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন, তাদের নাগরিকত্ব পাওয়া খুব সহজ হবে।

সরকারি হিসেবে দেখা গেছে, সুইজারল্যান্ডের মোট জনসংখ্যার ২৫ শতাংশই নাগরিক নন। প্রস্তাবিত নতুন আইনের খসড়ায় বলা হয়েছে, তৃতীয় প্রজন্মের অভিবাসীদেরকে এ ধরনের আমলাতান্ত্রিক প্রক্রিয়ার ভেতর দিয়ে আর যেতে হবে না। তবে বিরোধিরা বলছেন, এর কারণে জনগণের বিশাল একটি অংশ খুব সহজেই নাগরিকত্ব পেয়ে যাবেন।

উল্লেখ্য গত ৩০ বছরে এই আইনটি শিথিল করার ব্যাপারে অন্তত ৩ বার ভোট অনুষ্ঠিত হয়েছে। তবে প্রতিবারই জনগণ সেই উদ্যোগ প্রত্যাখ্যান করে। তবে এবার ঘটলো এর ব্যতিক্রম। তাই এখন সবাই আশাবাদি, খুব শীঘ্রই সুইজারল্যান্ডের নাগরিকত্ব সহজতর হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...