দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ষাড়টির নাম যুবরাজ। নামের সঙ্গে মেজাজ ও দামেরও মিল রয়েছে। এই ষাঁড় ‘যুবরাজ’ এর দাম সোয়া ৯ কোটি টাকা!
খাওয়া-দাওয়াও তাক লাগিয়ে দেয় এই যুবরাজ ষাড়। তাকে খেতে দিতে হয় দিনে ২০ লিটার দুধ, ১০ কেজি ফল, ৫ কেজি খড়। মহিষ হলেও রীতিমতো সুপারস্টার এই ষাড়।
ইতিপূর্বেও একবার গণমাধ্যমের শিরোনাম হয়েছিলো বাজারে ওঠা দামের জন্য। এবার যুবরাজের দাম উঠেছে সর্বোচ্চ সোয়া ৯ কোটি টাকা! ভারতের উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সীমান্তে চিত্রকূট এলাকায় গ্রামোদয় মেলার আয়োজন করা হয়। সেখানেই এখন রয়েছে যুবরাজ। এই মেলায় তার দাম উঠেছে সোয়া ৯ কোটি টাকা।
এর পূর্বেও তার দামের জন্য সে নজর কাড়ে সকলের। তার খাবারের কথা শুনে বিস্মিত হন অনেকেই। সুপারস্টার যুবরাজ বর্তমানে রয়েছে বহাল তবিয়তে। থাকার কারণও অবশ্য রয়েছে। কেনোনা বিরল প্রজাতির এই মহিষের শুক্রাণু হতে জন্ম দেওয়া হয় অন্যান্য মহিষের।
১০ হতে ১৪ মিলি শুক্রাণুকে লঘু করে তৈরি হয় ৭০০ হতে ৯০০ ডোজ। প্রতিটি ডোজ বিক্রি করে পৃথক এক উপার্জন হয় মালিকের। সে কারণেই তার দাম এতো। যদিও যুবরাজের মালিক করমবীর সিংয়ের কাছে সে আসলে ঘরেরই লোক। তাই যতো দামই উঠুক না কেনো তাকে তিনি মোটেও বিক্রি করতে রাজি নন।
যুবরাজের পিছনে তিনি যেমন খরচ করেন, তেমন তার আয়ও হয়। দিনে প্রায় ৩/৪ হাজার টাকা খরচ হয় তার। এর বিনিময়ে বছরে উপার্জন প্রায় ৫০ লাখ টাকার মতো। তবে যুবরাজের স্বাস্থ্য ঠিক রাখতে কোনো রকম অবহেলা করেন না করমবীর সিঙ। তার সেবাতেই তরতর করে দাম উঠেছে যুবরাজের। ভবিষ্যতে যেনো আরও নজর কাড়তে পারে সে প্রত্যাশাই মালিক করমবীর সিং।