The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

নিরব-প্রিয়াঙ্কার নতুন চলচ্চিত্র ‘হৃদয় জুড়ে’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলা চলচ্চিত্রে নিরব বর্তমানে সমান তালে এগিয়ে চলেছেন। বলিউডের হরর ছবিতে অভিনয় করে আরও জনপ্রিয়তা পেয়েছেন। নিরব-প্রিয়াঙ্কার নতুন চলচ্চিত্র ‘হৃদয় জুড়ে’।

নিরব-প্রিয়াঙ্কার নতুন চলচ্চিত্র 'হৃদয় জুড়ে' 1

‘হৃদয়জুড়ে’ ছবিতে একসঙ্গে দেখা যাবে ঢালিউডের নিরব এবং কোলকাতার প্রিয়াঙ্কা সরকারকে। এই ছবিটি নির্মাণ করছেন রফিক শিকদার।

কোলকাতায় সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনী’, অঞ্জন দত্তের ‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’, অর্ক সিনহার ‘নীলাঞ্জনা’সহ বেশকিছু ছবিতে ইতিমধ্যে কাজ করেছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

সম্প্রতি এফডিসিতে এই ছবির মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানে নিরব-প্রিয়াঙ্কা ছাড়াও ছবির নির্মাতা রফিক শিকদার ও আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।

মহরত অনুষ্ঠানে নির্মাতা রফিক শিকদার জানিয়েছেন, আগামী ৪ মার্চ হতে ঢাকায় এই ছবির শুটিং শুরু হবে।

নিরব-প্রিয়াঙ্কার নতুন চলচ্চিত্র 'হৃদয় জুড়ে' 2

নতুন এই চলচ্চিত্র সম্পর্কে নিরব বলেন, ‘এটি রোমান্টিক ধাঁচের ছবি। তবে গল্পে নতুনত্ব রয়েছে, সবকিছু সঠিকভাবে শেষ করার জন্য আমাদের টিমওয়ার্কও খুব ভালো।’

অপরদিকে প্রিয়াঙ্কা বলেন, ‘বাংলাদেশে এটিই আমার প্রথম ছবি। এই ছবির মাধ্যমে বাংলাদেশে আমার পথচলা শুরু হবে। আশা করছি যে আগামীতে আরও সুগম হবে’।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...