The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

১৮ বছরের নখ নিয়ে গিনেস-রেকর্ড!

যুক্তরাষ্ট্রের নাগরিক ক্রিস ওয়ালটনের নখগুলো একেবারে বিদঘুটে। এসব নখ প্রায় ছয় মিটার লম্বা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একদিন দুদিন বা এক বছর দুবছর নয় দীর্ঘ ১৮ বছর পেরিয়ে গেছে তবুও তিনি নখ কাটেননি। তাই এবার গিনেস বুক অব রেকর্ডে নাম লেখালেন ক্রিস ওয়ালটন নামে এক নারী!

১৮ বছরের নখ নিয়ে গিনেস-রেকর্ড! 1

আমরা নানা রকম বিশ্বরেকর্ড দেখলেও এবার সত্যিই এক ব্যতিক্রমি বিশ্ব রেকড চোখে পড়লো অর্থাৎ নারীর নখের বিশ্বরেকর্ড! আর এটি করেছেন ক্রিস ওয়ালটন নামে এক নারী।

যুক্তরাষ্ট্রের নাগরিক ক্রিস ওয়ালটনের নখগুলো একেবারে বিদঘুটে। এসব নখ প্রায় ছয় মিটার লম্বা! আর তাই সবচেয়ে বড় নখের মালিক হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তিনি জায়গা করে নিয়েছেন।

ক্রিস ওয়ালটন বিগত ১৮ বছরে একবারও নখ না কেটে এই স্বীকৃতি পেয়েছেন। পেশায় একজন সংগীত শিল্পী ক্রিসের কাছে জানতে চাওয়া হয় কী করলে নখ এতো সুন্দর ও বড় করা সম্ভব?

ডেইলি মেইলকে এমন প্রশ্নের উত্তরে ক্রিস সহাস্যে বলেছেন, যথেষ্ট মিষ্টি খেলে ও অনেক ধৈর্যশীল হলে তবেই এটি করা সম্ভব। দীর্ঘ ১৮ বছরে একবারও নখ না কেটে নখের এমন বড় সাইজ করতে পেরেছেন ক্রিস। তার দীর্ঘদিনের সেই মর্যাদাও পেয়েছেন তিনি। এই স্বীকৃতি তার ধৈর্যশীলতারই পুরস্কার বলে তিনি মনে করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...