The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

চীনের আইটেল আনলো কম দামের ফোন

নতু্ন এই ডিভাইসটিতে মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাপস ও স্মার্টকি রয়েছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান আইটেল নতুন একটি ফোন বাজারে ছেড়েছে। এই ফোনটির মডেল আইটেল উইশ এ৪১। এটিই বর্তমান সময়ের সাশ্রয়ী দামের ফোরজি ফোন।

চীনের আইটেল আনলো কম দামের ফোন 1

জানা গেছে, নতু্ন এই ডিভাইসটিতে মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাপস ও স্মার্টকি রয়েছে। এই মাল্টিপল অ্যাকাউন্টের মাধ্যমে একই ফোনে দুইটি অ্যাকাউন্টে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম চালানো সম্ভব।স্মার্ট কিয়ের মাধ্যমে স্ক্রিণ শট ও সিঙ্গেল ক্লিকে ছবি তোলা যায় এই ফোনটি থেকে।

এ৪১ ফোনটিতে রয়েছে:

১.৩ কোয়াডকোর প্রসেসর।
১ জিবি র‌্যাম এবং ৮ জিবি বিল্টইন মেমোরি।
মাইক্রোএসডি কার্ড এর মাধ্যমে মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত নতুন এই ফোনটির ডিসপ্লে ৫ ইঞ্চি।

এই ফোনটিতে রয়েছে ২৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এটির রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল। বেশ কয়েকটি রঙে নতুন এই সেটটি পাওয়া যাবে। এটি বর্তমানে ভারতের বাজারে বিক্রি হচ্ছে ৫ হাজার ৮৪০ রুপিতে। বাংলাদেশে কবে থেকে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...