দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২২ হাজার ৯৯০ টাকা মূল্যের ল্যাপটপ মাত্র ৪,৯৬৬ টাকার সহজ কিস্তিতে কেনা যাবে ওয়ালটনের টেমারিন্ড সিরিজের WT14B71G মডেলের নতুন ল্যাপটপ।
জানা গেছে, ১৪ ইঞ্চির এইচডি এলসিডি ডিসপ্লের এই ল্যাপটপটির নগদ মূল্য ২২ হাজার ৯৯০ টাকা। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কিস্তিতেই এই ল্যাপটপ গ্রাহকরা কিনতে পারবেন। গ্রাহকদের সামর্থের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।
তাছাড়াও মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ১২ মাসের কিস্তিতে কেনা যাবে টেমারিন্ড, প্যাশন, কেরোন্ডা ও ওয়াক্সজ্যাম্বু সিরিজের অন্যান্য মডেলের ল্যাপটপও।
টেমারিন্ড সিরিজের এই মডেলটিতে রয়েছে:
৬ গিগাহার্টস গতির ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের প্রসেসর
৪ জিবি ডিডিআর৩এল র্যাম
৫০০ জিবি হার্ডডিস্ক ড্রাইভ
ইন্টেলের ৪০৫ বিল্টইন এইচডি গ্রাফিক্স
৪ সেলের লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা ৫ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সমর্থ।
নতুন এই ল্যাপটপটির ওজন মাত্র ১.৮ কেজি। সেইসঙ্গে মাল্টিটাস্কিং ও অত্যাধুনিক গেমিং সুবিধার ওয়াক্সজ্যাম্বু এবং কেরোন্ডা সিরিজের কোর-আই সেভেন প্রসেসরযুক্ত ল্যাপটপ ৩ মাসের কিস্তিতে অথবা নগদ মূল্যে কেনা যাবে।
ওয়ালটনের সব ল্যাপটপেই থাকছে ২ বছরের ওয়ারেন্টি। দেশের সব ওয়ালটন প্লাজা এবং সেলস পয়েন্টে পাওয়া যাচ্ছে উচ্চমানের এই ল্যাপটপটি। এমনটিই জানিয়েছে প্রতিষ্ঠানটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে।