দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্যরা একটি আইনের আংশিক অনুমোদন দিয়েছেন, যে কারণে দেশটিতে পুরোপুরি মুখ ঢেকে অর্থাৎ বোরকা পরিধান নিষিদ্ধ হতে চলেছে।
আংশিক অনুমোদিত ওই বিলটি এবার পার্লামেন্টের উচ্চকক্ষে পাশ হওয়ার অপেক্ষায় রয়েছে। ওই আইনে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা, বিচারকসহ সেনাবাহিনীতে কাজ করা ব্যক্তিদের বোরকা পরিধানে বিধিনিষেধ মেনে চলতে হবে।
তবে দেশটির ডানপন্থী দলগুলো এতে করে ক্ষান্ত হচ্ছেনা, তারা পুরো দেশজুড়ে প্রকাশ্য স্থানে বোরকা পড়ে ঘোরার ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপের পক্ষে অবস্থান নিয়েছেন। এতে নতুন করে সমস্যায় পড়তে যাচ্ছেন জার্মানিতে আশ্রয় নেওয়া মুসলিম অভিবাসীরা। গত ১৮ মাসে দেশটিতে প্রায় ১০ লাখ মধ্যপ্রাচ্যীয় মুসলিম অভিবাসী ঠাঁই নিয়েছে জার্মানিতে।
জার্মানি বলেছে, সম্প্রতি বার্লিনের ক্রিসমাস বাজারে একটি ট্রাক আক্রমণে ১২ জন নিহতের ঘটনার পর এই ধরণের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তারা।
উল্লেখ্য, ডানপন্থীরা চাইছে জার্মানিও প্রতিবেশী দেশ ফ্রান্সের নীতিকে অনুসরণ করুক। ফ্রান্সে ২০১১ সাল হতেই প্রকাশ্যে বোরকা পরিধান পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।