দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জিএম সারওয়ারের পরিচালনায় ‘জেনারেশন গ্যাপ’ সিনেমায় এক সময়ের জনপ্রিয় নায়ক আলমগীরের নায়িকা হচ্ছেন নবাগতা নায়িকা আলভিরা ইমু।
‘জেনারেশন গ্যাপ’ সিনেমাটিতে ইমুর বিপরীতে আরিফিন শুভকেও দেখা যেতে পারে বলে জানানো হয়েছে।
‘জেনারেশন গ্যাপ’ ছবি প্রসঙ্গে আলভিরা ইমু জানান, ‘ছবির গল্পটি শোনার পর হতেই মনে হয়েছে ভালো একটি কাজ হবে। বাংলাদেশে এমন গল্পে আগে কোনো সিনেমা হয়নি। ছবিটি দর্শকদের খুব ভালো লাগবে।’
আলভিরা ইমু বলেন, ‘পরিচালক আমাকে জানিয়েছেন আলমগীর স্যার এবং আরিফিন শুভকে আমার বিপরীতে কাস্ট করা হতে পারে। আলমগীর স্যারের সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে। অন্যদিকে আরিফিন শুভ এখন দেশের বাইরে। তিনি দেশে ফিরলে সিদ্ধান্ত হবে।’
উল্লেখ্য, নবাগতা আলভিরা ইমু ‘গোপন সংকেত’ এবং ‘খুশি’ নামে আরও দু’টি চলচ্চিত্রে অভিনয় করছেন।