দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রোজা রাখার কারণে রমজানে আমরা শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়ি। এই কারণে আমাদের স্বাভবিক কার্যক্ষমতাও প্রভাবিত হয়। তবে একটু সচেতন হয়ে কিছু বিষয় অনুসরণ করলে রমজানে কর্মঠ থাকা কঠিন কিছু নয়।
আপনার পেশাগত, পারিবারিক বা অন্যান্য যে কোনো গুরুত্বপূর্ণ কাজ সেহরীর পর শেষ করে ফেলার চেষ্টা করুন। খাদ্য গ্রহণের পর এই সময়ে আপনার শরীরের স্বাভাবিক শক্তি ফিরে আসবে। এই সময়টি তাই গুরুত্বপূর্ণ কাজের পিছনেই লাগানো উচিত। শরীর খুব ক্লান্ত থাকলে কিছুক্ষণ ঘুমিয়ে কাজ শুরু করতে পারেন।
রমজানে কাজের লিস্ট তৈরি করা গুরুত্বপূর্ণ। যেহেতু রোজা রাখার কারণে এ সময় আপনি সব ধরনের কাজ করতে পারবেন না, সেহেতু যে সব কাজ বেশি গুরুত্বপূর্ণ সেগুলি লিস্ট করে মনোযোগ সহকারে একের পর এক করতে থাকুন।
কাজের চাপ থাকলেও বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। আপনাকে স্মরণে রাখতে হবে যে, রমজানে স্বাভাবিকভাবেই আপনি কিছুটা ক্লান্ত থাকতে পারেন। তাই নিজের উপর অতিরিক্ত চাপ দেওয়া ঠিক হবে না। অতিরিক্ত চাপের কারণে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন।
রমজানে আমরা সাধারণত কোরান পড়া ও নতুন সুরা শেখার উপর গুরুত্ব দিই। আপনার এই ধরনের ইচ্ছা থাকলে প্রথমেই বড়ো কোনো লক্ষ্য নিয়ে শুরু করবেন না। ধরুন, আপনি একটি নতুন সুরা শিখতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে একবারে দ্রুত সেটি শেখার চেষ্টা না করে প্রতি দিন দুই লাইন মুখস্থ করতে পারেন।
যদি সম্ভব হয় তাহলে ইফতারের আগে কিছুক্ষণ ঘুমিয়ে নিতে পারেন। অফিস, স্কুল বা কলেজ থেকে আসার পর আমরা এমনিতেই বেশ ক্লান্ত হয়ে পড়ি। এ সময় জেগে থেকে কোনো কাজ করা হলে ক্লান্তির মাত্রা আরও বেড়ে যেতে পারে। তাই কিছুক্ষণ ঘুমিয়ে নিলে আপনার ক্লান্তি কেটে যাবে এবং রোজা রাখাও সহজ হবে।
This post was last modified on এপ্রিল ৫, ২০২২ 12:36 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌরির গুণের কথা বলে শেষ করা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যস্ত সময় পার করে বছরশেষে একটু বেড়াতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ এক দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘটনাটি ভারতের। সেখানকার কুচামন পুরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…