দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক মেয়ের সঙ্গে তার বাবার দেখা হলো জন্মের ৪০ বছর পর! বাবা মায়ের সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে মায়ের সঙ্গে চলে গিয়েছিল ওই মেয়ে। তার মা কখনও তার বাবার পরিচয় তাকে বলেনি। মায়ের নিকট হতে সামান্য তথ্য নিয়ে হন্য হয়ে খুঁজেছেন তার বাবাকে। অবশেষে বাবা দিবসের এক সপ্তাহ পূর্বে নিজের বাবাকে খুঁজে পেয়ে ভীষণ খুশি মেয়ে জিল জাস্টামোন্ড।
বাবাকে খুঁজে বের করার মিশনে নামেন তারই মেয়ে জিল জাস্টামোন্ড। ফেসবুকের মাধ্যমে খুঁজে বের করে ফেলেন সেই বারটিকে। তারপর সেই বারের তৎকলীন মালিকের খোঁজ নেন। তাকে পেয়ে জিল জানতে চান, আল প্রথম নামের অংশের কাওকে তিনি চিনেন কিনা। জিলের কথা শুনে বুঝে ফেলেন আল আনুনজিয়াটার কথাই মনে হয় মেয়েটি বলছেন।
জিলকে ওই বার মারিক জানান, তিনি তাকে চেনেন। তারপর তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেন মেয়ের। মেয়ের কথা জানতে পেরে মেয়ের সঙ্গে দেখা করেন তার বাবা। ৪০ বছর পর প্রথম দেখা হয় বাবার সঙ্গে মেয়ের। প্রথম দেখাতে দু’জনেই আবেগে কেঁদে ফেলেন। বাবা দিবসের এক সপ্তাহ পূর্বে নিজের বাবাকে খুঁজে পেয়ে ভীষণ খুশি মেয়ে জিল জাস্টামোন্ড। অপরদিকে বাবা বলেন, আমি কখনও আর হারাতে চাই না আমার মেয়েকে।